শিশুর পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি তাঁকে অধ্যয়নের প্রতি জোর দেয়া উচিৎ। কিন্তু আমাদের দেশে তা হয় ভিন্ন। একটি শিশুকে তাঁর যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে দমদমা গাংকান্দা উচ্চ বিদ্যালয় নিরলস কাজ করে যাচ্ছে। এ প্লাস তো অনেকেই পায় কিন্তু এ প্লাস এর মধ্যে কতটুকু জ্ঞান নিহীত রয়েছে তা কি কেউ কখনও পরিমাপ করেছি? আজ সময় এসেছে আপনার সন্তানের ভবিষ্যত নিয়ে ভাবার। তাই আমরা জীবনের বাস্তবজ্ঞান, কঠোর পরিশ্রম, সুশৃঙ্খল নিয়মাবলী, সুশিক্ষা ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে আপনাদের সন্তানের ভবিষ্যত বিনির্মাণে সহায়তা করছি এবং আশা করছি একদিন এই শিক্ষার্থীরা তাঁদের পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নেবে। শুভেচ্ছান্তে - মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, দমদমা গাংকান্দা উচ্চ বিদ্যালয়, জামালপুর সদর, জামালপুর।